আজকাল ওয়েবডেস্ক:‌ গৌতম গম্ভীর ফ্রান্সে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন গত শনিবারের বৈঠকে থাকতে পারবেন না। এরপরই বোর্ড সেই বৈঠক পিছিয়ে দেয়। বৈঠকটি হওয়ার কথা ছিল ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে। প্রধান নির্বাচক অজিত আগরকারেরও সেই বৈঠকে থাকার কথা ছিল। কিন্তু গুয়াহাটির সেই বৈঠক পিছিয়ে গিয়েছে। এখন শোনা যাচ্ছে, এপ্রিলের শুরুতে সেই বৈঠক হতে পারে।


সবচেয়ে বড় প্রশ্ন রোহিত, বিরাট ও জাদেজা ‘‌এ’‌ প্লাস গ্রেডে থাকবেন কিনা। কারণ তিন ঘরানায় খেলা ক্রিকেটাররাই এ প্লাস গ্রেডে থাকেন। বিরাট, রোহিত ও জাদেজা ইতিমধ্যেই আন্তর্জাতিক টি২০ ছেড়ে দিয়েছেন। আছেন শুধু ওয়ানডে ও টেস্টে। তবে সূত্রের খবর, বিরাট ও রোহিতকে ‘‌এ’‌ প্লাস গ্রেডেই রাখা হবে।
আর শ্রেয়স আইয়ারকে সেন্ট্রাল কন্ট্রাক্টে আনা হবে। ঘরোয়া ক্রিকেট না খেলায় তাঁকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল গত বছর।


‘‌এ’‌ প্লাস গ্রেডে বুমরাও আছেন। চোট থাকলেও তিনিও প্রত্যাশিতভাবেই থাকবেন এ প্লাস গ্রেডে। তবে জাদেজার ব্যাপারে কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, ‘‌এ’‌ প্লাস গ্রেডে থাকা ক্রিকেটাররা বছরে পান ৭ কোটি টাকা। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ‘‌টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিলেও রোহিত ও বিরাট সেন্ট্রাল কন্ট্রাক্টে ‘‌এ’‌ প্লাস গ্রেডে থাকবেন। শ্রেয়স আইয়ার ফিরবেন কন্ট্রাক্টে। তাঁকে সম্ভবত গ্রেড ‘‌এ’‌ তে রাখা হবে।


তবে শ্রেয়স চুক্তিতে ঢুকে পড়লেও ঈষান কিষানকে চুক্তির বাইরেই রাখা হবে। এমনটাই সূত্রের খবর। বোর্ড চাইছে ঈষানের থেকে টানা পারফরম্যান্স। তবেই হয়ত এই বাঁহাতিকে নেওয়া হবে চুক্তির আওতায়।